‘বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার পিচ বুঝতে পারে না’
১৩ অক্টোবর ২০২৪ ১৩:৩৮
টেস্ট ও টি-২০ মিলিয়ে ভারত সফরটা একেবারেই ভালো কাটেনি বাংলাদেশের। টেস্ট সিরিজের পর টি-২০তেও হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরছেন শান্তরা। হায়দরাবাদে সিরিজের শেষ টি-২০তে রেকর্ড ২৯৭ রান তোলার পর বাংলাদেশকে ১৩৩ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেই হাসিমুখে মাঠ ছেড়েছেন হার্দিক পান্ডিয়ারা। ম্যাচ শেষে বাংলাদেশ ব্যাটার তাওহিদ হৃদয় বলছেন, বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারই ম্যাচের আগে পিচ বুঝতে পারেন না।
পুরো সিরিজজুড়েই যেখানে ভারতীয় ব্যাটাররা দাপট দেখিয়েছেন, সেখানে বাংলাদেশে ব্যাটিং ছিল বিবর্ণ। শেষ ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি। অধিনায়ক শান্ত ও পেসার তাসকিন প্রথম দুই ম্যাচের পর দেশে ভালো পিচে খেলতে না পারার আক্ষেপ জানিয়েছিলেন।
হৃদয়ও তাদের পথে হেটে বলছেন, বাংলাদেশের অনেকেই পিচ বুঝে উঠতে পারেন না, ‘আমাদের বেশিরভাগ ক্রিকেটারই উইকেট বুঝে উঠতে পারে না। আমরা বেশিরভাগ ম্যাচ মিরপুরে খেলি। চট্টগ্রামে যখন খেলি তখন জানি সেখানে কি হতে পারে। এই কারণেই হয়তো একেক দিন একেক পিচ অনুমান করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। আমরা যদি ভালো উইকেটে খেলতে পারি তাহলে রাতারাতি না হলেও দিন দিন উন্নতি হবেই।’
সব মিলিয়ে টেস্ট ও টি-২০ সিরিজের ৫ ম্যাচের প্রতিটিতেই হেরে যাওয়ার পর হৃদয় বলছেন, হতাশার মাঝেও এই সিরিজ থেকে ইতিবাচক জিনিস খুঁজতে চান তিনি, ‘রান পেতে হলে টপ অর্ডারকে ভালো করতে হবে। শুধু টপ অর্ডার না, দলের সবাইকেই ভালো করতে হবে। সবকিছু মিলিয়ে উন্নতির অনেক জায়গা আছে দলে। এই সিরিজটা আমাদের জন্য অনেক ভালো কিছু এই হিসেবে যে এখানে শেখার অনেক কিছু ছিল। আশা করি এই শিক্ষাটা আমরা পরের সিরিজে কাজে লাগাতে পারব।’
সারাবাংলা/এফএম