Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভারে শ্রমিক লীগ সভাপতি গ্রেফতার


১৩ অক্টোবর ২০২৪ ১২:৪৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:২০

সারাবাংলা ডেস্ক: সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী হত্যার অভিযোগের মামলায় উপজেলা শ্রমিক লীগের নেতা শওকত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) সকালে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

শওকত হোসেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি সাভার উপজেলা শ্রমিক লীগের সভাপতি। সে সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিয়াকত হোসেনের বড় ভাই।

ওসি বলেন, ‘গ্রেফতার শওকত হোসেনকে আদালতে পাঠানো হবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে। তার বিরুদ্ধে গত ১৯ আগস্ট শিক্ষার্থী সাজ্জাদ হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।’ বাসস।

সারাবাংলা/টিআর

গ্রেফতার শ্রমিক লীগের নেতা হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর