শিক্ষককে অপহরণের পর হত্যা, সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
১৩ অক্টোবর ২০২৪ ১৪:৫৯
কক্সবাজার: জেলার পেকুয়ায় প্রধান শিক্ষক আরিফকে অপহরণ করে হত্যার অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১৩ অক্টোবর) দুপুরে কক্সবাজার র্যাব কার্যালয়ে প্রেস-ব্রিফিংয়ে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন- র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। এর আগে শনিবার (১২ অক্টোবর) গভীর রাতে র্যাব-১৫ ও র্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় বন্ধুর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব কর্মকর্তা জানান, ‘পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আরিফের সঙ্গে প্রতিবেশী পেকুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও যুব লীগের সভাপতি জাহাঙ্গীরের জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে আরিফকে অপহরণ ও হত্যার পরিকল্পনা করে।’
তিনি বলেন, চট্টগ্রাম ও কক্সবাজারে দুই সপ্তাহ ধরে অভিযান চালিয়ে এ নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও মূলহোতা প্রধান পরিকল্পনাকারীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব বলেন, ‘গ্রেফতারকৃ জাহাঙ্গীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন- তিনি শিক্ষক আরিফকে অপহরণ করে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন। হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে পুকুরে গুম করার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।’
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর শিক্ষক আরিফ অপহরণ হন। অপহরণের ১৪ দিন পর গত ১১ অক্টোবর নিহত শিক্ষকের বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
সারাবাংলা/এসআর