Monday 14 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আকবর আলীকে অধিনায়ক করে ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২৪ ০৯:১৪

আগামী ১৮ অক্টোবর ওমানে শুরু হচ্ছে ইমার্জিং এশিয়া কাপের এবারের আসর। টুর্নামেন্টকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। আকবর আলীকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

আগের তিনবার ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল ইমার্জিং এশিয়া কাপ। এই প্রথমবার টি-২০ ফরম্যাটে হবে টুর্নামেন্ট। টুর্নামেন্ট শুরুর ৫ দিন আগে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। যুবাদের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ দল যাবে ওমানে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিতে।

বিজ্ঞাপন

১৫ জনের স্কোয়াডে আছেন জাতীয় দলে খেলা অনেকেই। সব মিলিয়ে ৭ জন ক্রিকেটার আছেন স্কোয়াডে যাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। দলের আছেন তাওহিদ হৃদয়, আবু হায়দার রনি, নাঈম শেখরা। তরুণদের মাঝে আছেন জিসান আলম, মাহফুজুর রহমান রাব্বিরা।

আগামী ১৮ অক্টোবর ওমানের মাসকাটে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ২০ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২২ অক্টোবর শ্রীলংকা দলের বিপক্ষে লড়বেন আকবররা। ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

বাংলাদেশ স্কোয়াড– আকবর আলী (অধিনায়ক), সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, জিসান আলম, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিক, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রিপন মণ্ডল, মারুফ মৃধা।

সারাবাংলা/এফএম

আকবর আলী ইমার্জিং এশিয়া কাপ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর