Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালের হয়ে বিপিএল মাতাবেন মালান

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২৪ ০৯:৪২

বিপিএলের আগামী আসরের প্লেয়ারর্স ড্রাফট অনুষ্ঠিত হবে আজ। তবে ড্রাফটের আগেই বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবার দলে নিয়েছে ইংল্যান্ড দলের মারকুটে ব্যাটার ডেভিড মালানকেও।

নিজেদের বিপিএল ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতে গত মৌসুমটা উজ্জ্বল করেছিল বরিশাল। এবারের মৌসুমে আরও শক্তিশালী দল গঠনের চেষ্টায় আছেন তারা। এরই মাঝে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মোহাম্মদ নবী ও কাইল মেয়ার্সকে দলে রেখে দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ক্রিকেটার মালানকেও কিনেছে বরিশাল। এর আগে কুমিল্লার হয়ে বিপিএলে অংশ নিয়েছিলেন তিনি। ইংল্যান্ড ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মালানের আছে দারুণ সব রেকর্ড। ৪৮ বলে সেঞ্চুরি করে একটা সময় আন্তর্জাতিক টি-২০ এর দ্রুততম সেঞ্চুরির মালিকও ছিলেন তিনি। ইংল্যান্ডের হয়ে ৬২ ম্যাচে করেছেন ১৮৯২ রান।

গতবারের মতো এবারও বিপিএলে থাকছে সাত দল। ১৮৮ জন দেশি ও ৪৪০ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে ড্রাফটে। সেখান থেকেই পছন্দের ক্রিকেটার বেছে নেবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

সারাবাংলা/এফএম

ডেভিড মালান বিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর