Monday 14 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইয়ামালকে প্রতিপক্ষের কঠিন ট্যাকেলে অভ্যস্ত হতে হবে’

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২৪ ১০:২৭

বয়স মাত্র ১৭ হলেও এরই মাঝে তিনি হয়ে উঠেছেন ফুটবল বিশ্বের অন্যতম বড় তারকা। স্পেন ও বার্সেলোনার হয়ে মাঠে নামলেই তাই লামিন ইয়ামালের প্রতি সবার থাকে বিশেষ নজর। আর এতে প্রতিপক্ষের ডিফেন্ডারদের অতিরিক্ত ট্যাকেলের শিকারও হতে হয় তাকে। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বলছেন, বড় কিছু অর্জন করতে হলে ইয়ামালকে প্রতিপক্ষের কঠিন ট্যাকেলের সাথে মানিয়ে নিতে হবে।

ক্যারিয়ারের শুরু থেকেই প্রতিপক্ষের ডিফেন্ডারদের ট্যাকেলে বেশ কয়েকবার ইনজুরিতে পড়েছেন ইয়ামাল। সবশেষ নেশনস কাপের ম্যাচে ডেনমার্কের বিপক্ষে খেলতে নেমে বেশ কয়েকবার কঠিন ট্যাকেলের মুখোমুখি হয়েছেন তিনি। শেষ পর্যন্ত খোঁড়াতে খোঁড়াতেই মাঠ ছাড়তে দেখা গেছে তাকে। এই ম্যাচের পরেই জানা গেছে, ইনজুরির কারণে স্পেন স্কোয়াড থেকে ছিটকে গেছেন ইয়ামাল, ফিরেছেন বার্সেলোনায়।

বিজ্ঞাপন

লা ফুয়েন্তে বলেছেন, মাঠে টিকে থেকে ভালো কিছু করতে হলে কঠিন ট্যাকেল মেনে নিতে হবে ইয়ামালকে, ‘নিয়মে যতটুক আছে, সেটার প্রয়োগ হবেই। সীমারেখা নির্ধারণের জন্য রেফারি তো আছেনই। অনেকে ইয়ামালকে তরুণ ভেবে তাকে ভয় দেখানোর চেষ্টা করে ও ফাউলের সুযোগ খোঁজে। প্রতিভাবান খেলোয়াড়দের রক্ষা করার দায়িত্ব রেফারির। তবে ইয়ামালকে এতে অভ্যস্ত হতে হবে। ফুটবল খেলাটা এমনই।’

ডেনমার্কের বিপক্ষে বারবার ফাউলের শিকার হলেও মাঠ ছাড়েননি ইয়ামাল। তার এমন মনোভাবে মুগ্ধ লা ফুয়েন্তে, ‘সে দারুণ মনোভাব দেখিয়েছে মাঠে। অনেক ফাউলের পরেও সে দুর্দান্ত ফুটবল খেলে অনেক সুযোগ তৈরি করেছে।’

সারাবাংলা/এফএম

বার্সেলোনা লামিন ইয়ামাল স্পেন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর