Monday 14 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

সারাবাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৪ ১২:১৭

লক্ষ্মীপুর: জেলার পৌরশহরের মুক্তিগঞ্জ এলাকায় গ্রীনলাইফ ফিলিং স্টেশনে গ্যাস নিতে থাকা একটি যাত্রীবাহী বাসের সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) রাত পৌনে ২ টার দিকে লক্ষ্মীপুর-রামগতিগামী মেঘনা পরিবহন নামে একটি বাস গ্রীনলাইফ ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসলে গ্যাস দেয়ার সময় হঠাৎ বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এসময় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হচ্ছেন সদর উপজেলার সুমন হোসেন (৩০), মো. ইউসুফ মিয়া (৪৫) ও হৃদয় হোসেন (২৩)।

ফিলিং স্টেশনের ম্যানেজার আলআমিন জানান, নিহত তিনজন সিএনজি চালক এবং আহতরা বাস ও সিএনজি চালক।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে এদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

রনজিত কুমার আরও বলেন, ‘বাসের গ্যাস সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ এবং নিম্নমানের হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।’

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদিন জানান, আহতদের অবস্থা আশংকাজনক। তাদের মধ্যে কয়েকজনের হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।

সারাবাংলা/এনজে

লক্ষ্মীপুর সিলিন্ডার বিস্ফোরণ

বিজ্ঞাপন
সর্বশেষ

ফের ২ দিনের রিমান্ডে আনিসুল হক
১৪ অক্টোবর ২০২৪ ১২:০০

সম্পর্কিত খবর