Monday 14 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের ড্রাফট শেষে কে কোন দলে

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৪ ১৫:২৮

২০২৫ সালের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে আজ। আসন্ন আসরকে সামনে রেখে বিপিএলের ৭ ফ্র্যাঞ্চাইজি বেছে নিয়েছেন নিজের পছন্দের ক্রিকেটার। দেশি-বিদেশি ক্রিকেটারদের মাঝে শেষ পর্যন্ত কে কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন, চলুন দেখে নেওয়া যাক সেটাই।

বিপিএলের এবারের ড্রাফটে বিভিন্ন ক্যাটাগরিতে রাখা হয়েছে দেশি-বিদেশি ক্রিকেটারদের। মোট ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে দেশি ক্রিকেটারদের। ‘এ’ ক্যাটাগরিতে আছেন ১২ ক্রিকেটার, তারা পাবেন ৬০ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে পাচ্ছেন ৪০ লাখ, ‘সি’তে ২৫ লাখ, ‘ডি’তে ২০ লাখ, ‘ই’তে ১৫ লাখ ও ‘এফ’তে ১০ লাখ টাকা।

বিজ্ঞাপন

ড্রাফটের আগেই বেশ কিছু ক্রিকেটারকে রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এছাড়াও সরাসরি চুক্তিতেও ক্রিকেটারদের দলে ভিড়িয়েছেন তারা। চট্টগ্রাম আগেই  দলে নিয়েছে সাকিব আল হাসান ও শরীফুল ইসলামকে। ঢাকা নিয়েছে মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসানকে, বরিশাল নিয়েছে তাওহিদ হৃদয়কে, সিলেট নিয়েছে জাকের আলিকে, খুলনা নিয়েছে মেহেদি মিরাজকে, রংপুর নিয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে, রাজশাহী নিয়েছে এনামুল হককে।

ড্রাফট শেষে ৭ দলই নিজেদের স্কোয়াড মোটামুটি গুছিয়ে ফেলেছে। ড্রাফটে কোনো দল পাননি মোমিনুল হক ও মোসাদ্দেক হোসেন। এক নজরে দেখে নিন ৭ ফ্র্যাঞ্চাইজির স্কোয়াড।

দুর্বার রাজশাহী

দেশি: এনামুল হক, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ।

বিদেশি: সাদ নাসিম, লাহিরু সামারাকুন।

ঢাকা ক্যাপিটাল

দেশি: মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন।

বিজ্ঞাপন

বিদেশি: থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব, আমির হামজা।

চট্টগ্রাম কিংস

দেশি: সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব।

বিদেশি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল।

খুলনা টাইগার্স

দেশি: মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান।

বিদেশি: ওশানে থমাস, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, মোহাম্মদ নেওয়াজ।

রংপুর রাইডার্স

দেশি: নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান।

বিদেশি: অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার।

সিলেট স্ট্রাইকার্স

দেশি: জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম।

বিদেশি: পল স্টার্লিং, জর্জ মানসি, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।

সারাবাংলা/এসএইচএস/ এফএম

বিজ্ঞাপন
সর্বশেষ

কেউ বলছে না কৃষকের কথা
১৪ অক্টোবর ২০২৪ ১৭:৩৯

সম্পর্কিত খবর