Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তী সরকার মুখ থুবড়ে পড়লে গণতন্ত্র পুনরুদ্ধার বিলম্বিত হবে: আমান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৪ ১৫:৪৬

ঢাকা: অন্তর্বর্তী সরকার মুখ থুবড়ে পড়লে গণতন্ত্র পুনরুদ্ধার বিলম্বিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

‘৯০’র ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার সাইফুদ্দিন আহমেদ মনির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

আমান উল্লাহ আমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করছি এবং করব একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। আর এই নির্বাচনটি যত দ্রুত সম্ভব হতে হবে। তারা যদি মুখ থুবড়ে পড়ে, গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা বিলম্বিত হবে। তাই আমরা আশা করব একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘অনেক বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। অবশেষে ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র পেয়েছি। গণতন্ত্র আমাদের ধরে রাখতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সকলকে মিলেমিশে কাজ করতে হবে। শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

আমান উল্লাহ আমান বলেন, ‘সাইফুদ্দিন মনির স্বপ্ন তখনই পূরণ হবে যখন জনগণের ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় আমরা দ্রুত গণতন্ত্র ফিরে পাব, দ্রুত ভোটাধিকার ফিরে পাব এবং দ্রুত জনগণের সরকার পাব।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট যেভাবে দেশে দুঃশাসন চালিয়েছে, সেটা আর বলতে চাই না। তারা দেশটাকে জেলখানা বানিয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে রাস্তায় মিশিয়ে ফেলছে। আওয়ামী লীগের সঙ্গে আর কোনো আপস হবে না।’

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ইয়ূথ ফোরামের তোফায়েল আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, প্রয়াত সাইফুদ্দিন মনির ছোট ভাই মইনুদ্দিন খালেদ প্রমুখ।

সারাবাংলা/এজেড/এমপি

অন্তর্বর্তী সরকার আমান উল্লাহ আমান বিএনপি

বিজ্ঞাপন

ড. ইউনূসের ৬ মামলা বাতিল
২১ নভেম্বর ২০২৪ ১৩:৩১

আরো

সম্পর্কিত খবর