Monday 14 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দলছুট’ বন্যহাতি রেললাইনে, ট্রেনের ধাক্কায় গুরুতর আহত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৪ ১৭:০৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কক্সবাজার ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় একটি বন্যহাতি গুরুতর আহত হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা হাতিটির প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন।

রোববার (১৩ অক্টোবর) রাতে উপজেলার চুনতি বন্যপ্রাণি অভয়ারণ্যের উত্তরে দোহাজারি-কক্সবাজার রেললাইনে এ দুর্ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে যাওয়া বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের উত্তর পাশে এলিফ্যান্ট ওভারপাসে রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বন্যহাতিটি ট্রেনের ধাক্কায় আহত হয়। কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী একটি ট্রেন সেটিকে ধাক্কা দেয়। খবর পেয়ে রাতেই আমাদের রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে টিম ঘটনাস্থলে গিয়ে সেটিকে উদ্ধার করে।’

জানা গেছে, রাতেই হাতিটিকে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নেয়া হয়। সেখানে প্রাণী চিকিৎসকদের একটি টিম হাতিটিকে সেবা দিচ্ছে।

রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘স্ত্রী হাতিটির বয়স আট থেকে দশ বছর হবে। এখনও আহত হাতির শরীরের বিভিন্নস্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। মাথায় আঘাত পেয়েছে। ট্রেনের ধাক্কায় এর পেছনের ডান পা ভেঙে গেছে। আমাদের এখানে প্রাণীর হাড় জোড়া লাগানোর ব্যবস্থা নেই। আপাতত ব্যাথানাশক ইনজেকশন দিয়ে সেটিকে প্রাথমিকভাবে ‍সুস্থ করে তোলার চেষ্টা করা হচ্ছে। তবে সেটির অবস্থা আশঙ্কাজনক। আমরা বাঁচানোর চেষ্টা করছি।’

রেললাইনে হাতির উপস্থিতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, সেটি তো আসলে হাতি পারাপারেরই স্থান। পুরো এলাকায় হাতির বিচরণক্ষেত্র। খুব সম্ভবত হাতিটি দলছুট হয়ে রেললাইনের ওপর এসে পড়েছিল।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/ইআ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর