Monday 14 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার খুলছে মেট্রোরেল মিরপুর ১০ স্টেশন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৪ ১৮:২৮

ঢাকা: দীর্ঘ ৮৮ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (১৫ অক্টোবর) পুনরায় চালু হতে যাচ্ছে মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপর দীর্ঘ সময়ের জন্য অনিশ্চিত হয়ে যায় মেট্রোরেল চলাচল। ওই সময়কার কর্তৃপক্ষ বলেছিল মেট্রোরেল চালু হতে ১ বছরও লেগে যেতে পারে।

তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৭ দিনের মাথায় আর আক্রান্ত হওয়ার ৩৭ দিন পর গত ২৫ আগস্ট চালু করে মেট্রোরেল।

মেট্রোরেল চালু হলেও তখনো বন্ধ রাখা হয় মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন। সংস্কার শেষে ২৬ দিন পর কাজীপাড়া স্টেশন চালু করা হয়। আর সর্বশেষ আগামীকাল মিরপুর-১০ চালুর মধ্য দিয়ে সবগুলো স্টেশনই সচল হবে। তবে খরচের হিসাব নিয়ে ভিন্ন ব্যাখ্যা থাকায় তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

সারাবাংলা/ইউজে/এইচআই

মিরপুর ১০ মেট্টোরেল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর