Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৪ ২০:৪৩ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ২২:৪৪

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আব্দুর রাজ্জাককে আর জনসমক্ষে দেখা যায়নি।

আব্দুর রাজ্জাক সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীরও সদস্য। তিনি খাদ্য ও কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় তিনি স্থান পাননি।

সারাবাংলা/ইউজে/পিটিএম

গ্রেফতার টপ নিউজ ড. আব্দুর রাজ্জাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর