Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানা কাউসার চিরনিদ্রায় শায়িত

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৪ ২২:২১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে আহত হয়ে ৭০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মেনেছেন শিক্ষার্থী কাউসার মাহমুদ।

সোমবার (১৪ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীতে কাউসারের জানাজায় শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। এর পর রাতেই নগরীর আগ্রাবাদের মোগলটুলী আবদুর রহমান মাতব্বর জামে মসজিদের পাশে কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, এদিন সকালে ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর পর লাশ নিয়ে আসা হয় চট্টগ্রামে। রাত সাড়ে ৮টার দিকে নগরীর আগ্রাবাদ কমার্স কলেজের সামনের সড়কে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

কাউসার মাহমুদ বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের আব্দুল মোতালেবের ছেলে। নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ রোডে তাদের বাসা।

কাউসার রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এদিকে, জানাজা শেষে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘গত ১৬ বছরে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে খুন হওয়া অনেকের জানাজা আমাকে পড়তে হয়েছে। হাজার হাজার বিএনপি নেতা খুন হয়েছেন। এসব খুনের বিচার এদেশের মাটিতে অবশ্যই হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি এস এম শহীদ বলেন, ‘স্বৈরাচারী সরকারের পতনের দুই মাস পার হয়ে যাওয়ার পরেও আমরা এখনও লাশ বয়ে বেড়াচ্ছি। এসব লাশের দায়ভার চট্টগ্রাম কুখ্যাত সন্ত্রাসী নুরুল আজিম রনি ও আ জ ম নাছিরের। তারা এখনও ফেসবুকে নানা উসকানিমূলক কথা ছড়াচ্ছে। স্বৈরাচারের যত দোসর আছে সবাইকে আইনের আওতায় আনা উচিত।’

বিজ্ঞাপন

জানাজায় চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী, নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, সদস্য সচিব নাজিমুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ, সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অংশ নেন।

গত ৪ আগস্ট চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষে আহত শিক্ষার্থী কাউসার মাহমুদকে আগ্রাবাদ ইসলামী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে অবস্থার অবনতি হওয়ায় একই হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

গত ২২ সেপ্টেম্বর আহত শিক্ষার্থী কাউছার মাহমুদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে থাকাকালীন তার শারীরিক অবস্থার অবনতি হলে ২৮ সেপ্টেম্বর তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সারাবাংলা/আইসি/পিটিএম

কাউসার চিরনিদ্রায় শায়িত টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর