ঢাকা: ঢাবির (ঢাকা বিশ্ববিদ্যালয়) জগন্নাথ হল ট্রাজেডিকে স্বরণ করে শোক দিবস পালন করেছে ঢাবি ছাত্রদল।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৮ টায় ঢাবির জগন্নাথ হলের অক্টোবর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রদল। ঢাবির ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাসুম বিল্লাহ ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন,সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূইয়া ইমন সহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৫ই অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের টিভি রুমের ছাদ ধ্বসে এক মর্মান্তিক দূর্ঘটনায় হলের শিক্ষার্থী কর্মচারী সহ ৪০ জন নিহত হয়। এই ঘটনার পর থেকে এই দিনটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে পালন করা হয়।