Wednesday 16 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও অনেক ঘটনা আছে, যা এখন বলতে চাচ্ছি না: রিজভী

স্পেশাল করসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৪ ১৪:৪৪

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, `শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া পুলিশের আট’শ তিনজন উপ-পরিদর্শককে বিভিন্ন থানায় পোস্টিং দেওয়া হচ্ছে। তারা সবাই শেখ হাসিনার ক্যাডার! এদের মধ্যে দু’শ পুলিশ কর্মকর্তা রয়েছে, যাদের বাড়ি গোপালগঞ্জে। এসব পুলিশ কর্মকর্তাদের ব্যাপারে তদন্ত করতে হবে। আরও অনেক ঘটনা আছে, যা এখন বলতে চাচ্ছি না।’

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর উত্তরায় ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘আন্দোলন চলাকালে একজন পুলিশ কর্মকর্তা ভিডিও দেখিয়ে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিল, ‘স্যার, একজন মরে, আরও দুইজন দাঁড়িয়ে যায়।’ এই ধরনের কর্মকর্তাদের পুলিশের বিভিন্ন স্থানে দায়িত্ব দেওয়া হলে ছাত্রজনতার রক্তের সঙ্গে বেইমানী করা হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘যেসব পুলিশ ছাত্রজনতার ওপর গুলি চালিয়ে শহীদ করেছে, সেসব পুলিশ কীভাবে এখনও বহাল আছে? গোপালগঞ্জের দু’শ এস আই এখনও কীভাবে কাজ করছে? এই আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন দিয়ে শেখ হাসিনা ছাত্রজনতা এবং রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর গুলি চালিয়ে, গুম-খুন করে বাংলাদেশকে গণকবরে পরিণত করেছে। এসব ব্যক্তিদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। তা ছাড়া শহিদের আত্মা শান্তি পাবে না।’

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন, উত্তরের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল, বিএনপির ঢাকা মহানগর উত্তরের আমিনুল হক ও এস এম জাহাঙ্গীরসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এইচআই

রিজভী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর