Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৪ ১৬:৪৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:১৫

বাগেরহাট: প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বঙ্গোপসাগর ও মোংলার পশুর নদীতে অভিযান শুরু করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে এ অভিযান শুরু হয়। ইলিশের প্রজনন ক্ষেত্র সুরক্ষা ও সংরক্ষণ আইনে আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান চলবে।

এ উপলক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৪ পরিচালনায় তৎপর ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।

এছাড়া জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করছে কোস্ট গার্ড বাহিনী।

কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা কমান্ডার মোহাম্মদ রাশেদুল করিম জানান, কোস্ট গার্ড ১২ মাসই সাগর ও উপকূল রক্ষায় কাজ করছে। এদিকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে মাছ ধরা ট্রলার যেন বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে ইলিশ ধরতে না পারে সেজন্য বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ সবসময় নজর রাখছে।

তিনি আরও বলেন, বেশ কয়েকটি নৌযান ও চৌকশ সদস্য বিশেষভাবে নিয়োজিত রাখা হয়েছে। জেলেদের সচেতনতা বাড়ানোর জন্য কাজ করা হচ্ছে। মা ইলিশ রক্ষা না করলে জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমপি

ইলিশ আহরণ

বিজ্ঞাপন

দেশের বাইরে ‘বরবাদ’
১২ এপ্রিল ২০২৫ ২১:২০

ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
১২ এপ্রিল ২০২৫ ২১:০৪

আরো

সম্পর্কিত খবর