Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক মোজাম্মেল বাবু ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ

স্পেশাল করেসপনডেন্ট
১৫ অক্টোবর ২০২৪ ১৮:২৭

ঢাকা : আলোচিত ও সমালোচিত সাংবাদিক ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক ওরফে মোজাম্মেল বাবু‘র ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তার স্ত্রী, সন্তান ও তা‌দের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে মোজাম্মেল হক, তার স্ত্রী অপরা‌জিতা হক ও তা‌দের সন্তান সাবাবা ইশায়াত হ‌কের নাম, ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে তাদের ব্যাংক হিসাব জব্দ করেছে।

মঙ্গরলবার (১৫ অক্টোবর) বিএফআইইউ’র সূত্র সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ব্যাংক হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক ব্যাংক হিসাবের সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোন ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এই সময়সীমা বাড়ানো হবে। লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলেও বিএফআইইউর চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

সারাবাংলা/জিএস/এসডব্লিউআর

একাত্তর টিভি. মোজাম্মেল বাবু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর