খুলনা: খুলনা জেলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭১.১৯ শতাংশ। যশোর বোর্ডে পাসের হারে বিভাগের ১০ জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় ফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ-উল্লাস করেন।
ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাশের হারে শীর্ষে যশোর জেলা। যশোর জেলায় পাস করেছেন ১৫ হাজার ১০ জন শিক্ষার্থী। পাসের হার ৭২ দশমিক ৮৪ শতাংশ। তবে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পাশের সংখ্যায় এগিয়ে খুলনা জেলা। সেখানে পাস করেছে ১৬ হাজার ৬৮০ জন শিক্ষার্থী এবং পাসের হার ৭১ দশমিক ১৯ শতাংশ।
অভিভাবক কামরুল শেখ বলেন, আমার ছেলে মঈন এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার রেজাল্টে আমরা খুশি।
উল্লেখ্য, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের অধীনে থাকা ১০ জেলার মধ্যে ৯০ দশমিক ৭৩ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষ স্থানে ছিল খুলনা জেলা।