Wednesday 16 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোর করে গর্ভপাতের চেষ্টা, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৪ ২০:০৯

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। ছবি: সারাবাংলা

মুন্সীগঞ্জ: জেলার শ্রীনগরে স্ত্রী পরিচয়ে এক তরুণীকে জোর করে গর্ভপাত করানোর চেষ্টা ও মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। গর্ভপাত করাতে যাওয়া টিমের এক নারী সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে পশ্চিম সিংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ওই তরুণী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েছিলেন বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, ঢাকার মিরপুরের এক তরুণীর সঙ্গে বিয়ে বহির্ভূত সম্পর্ক পশ্চিম সিংপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে সার ব্যবসায়ী দুই সন্তানের জনক রিপন শেখের। ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য রিপনকে চাপ দেন। বাধ্য হয়ে চার দিন আগে দ্বিতীয় স্ত্রী পরিচয়ে তাকে বাড়িতে নিয়ে যান রিপন।

প্রতিবেশীরা বলছেন, মঙ্গলবার সকালে মেয়েটির গর্ভপাত করানোর জন্য রিপন ঢাকা থেকে চারজনের একটি টিম নিয়ে যান। তারা জোর করে গর্ভপাত করানোর চেষ্টা করেন। এ সময় মেয়েটি চিৎকার করলে রিপনসহ বাড়ির লোকজন হাতুড়ি দিয়ে পিটিয়ে তার হাত ও পায়ের হাড় ভেঙে দেওয়াসহ মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন।

পরে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে এবং আম্বিয়া (৪২) নামে গর্ভপাত করাতে যাওয়া টিমের এক সদস্যকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ভুক্তভোগী মেয়েটিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ও আম্বিয়াকে থানায় নিয়ে যায়। পুলিশ হাজির হওয়ার আগেই অভিযুক্ত রিপন পালিয়ে যান।

রিপনের প্রথম স্ত্রী তানিয়া বেগম বলেন, ‘রিপন ওই মেয়েকে ঘরে আটকে অজ্ঞাত ২ নারীর সহযোগিতায় বলপ্রয়োগের মাধ্যমে ইনজেকশন পুশ করে ও হাতুড়ি দিয়ে পায়ের হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে গর্ভপাত করাতে আসা ২ নারী ও রিপন পালিয়ে যায়।’

বিজ্ঞাপন

তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর বলেন, ‘অভিযুক্ত রিপন ওই মেয়েকে হাতুড়িপেটা করেছে। জোর করে শরীরে ইনজেকশন দিয়েছে। আহত ওই নারীকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।’

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাশফি বলেন, ‘নির্যাতনের কারণে মেয়েটি স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না। তার হাত-পায়ের হাড় ভেঙে গেছে। এখন তার উন্নত চিকিৎসার প্রয়োজন।’

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন মুন্সী বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাস্থল থেকে একজন নারীকে আটক করা হয়েছে। এ বিষয় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।’

সারাবাংলা/এইচআই

গর্ভপাতের চেষ্টা জোর করে গর্ভপাত মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর