Wednesday 16 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ বিচারপতিকে চা পানের আমন্ত্রণ প্রধান বিচারপতির

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৪ ১২:৫০

ঢাকা: গত শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠা হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে চা পানের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আমন্ত্রণ পাওয়া ১২ বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। তারা সাবেক ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসর হিসেবে কাজ করেছেন বলেও অভিযোগ রয়েছে। আজকের পর থেকে ১২ বিচারপতি বিচারিক ক্ষমতা হারাতে পারেন। অথবা অপসারণও করা হতে পারে তাদের বলে জানা গেছে।

এদিকে হাইকোর্ট বিভাগের একাধিক বিচারপতির পদত্যাগের গুঞ্জন উঠেছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া দলবাজ বিচারপতি হিসেবে চিহ্নিতদের পদত্যাগ দাবি করে আসছে বিভিন্ন সংগঠন। এছাড়া সাধারণ আইনজীবীরাও দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবি করে আসছে।

আজ দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া আইনজীবীদের বিভিন্ন সংগঠনও দলবাজ ও দুর্নীতিগ্রস্ত বিচারপতিদের পদত্যাগ দাবিতে সুপ্রিমকোর্টে বিক্ষোভ করছে।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউপি সদস্যদের বিক্ষোভ-মানববন্ধন
১৬ অক্টোবর ২০২৪ ১৪:৫৪

মতিয়া চৌধুরী মারা গেছেন
১৬ অক্টোবর ২০২৪ ১৪:২৯

সম্পর্কিত খবর