Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননে ইসরায়েলি হামলায় মেয়রসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৪ ১৮:০৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৫৩

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়ে শহরে ৩০ মিনিটের ব্যবধানে কমপক্ষে ৯টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় স্থানীয় এক মেয়রসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) এসব বিমান হামলা চালানো হয় নাবাতিয়ে শহরে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে হামলায় পাঁচজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাগুলোর মধ্যে একটি ছিল নাবাতিয়ে পৌর ভবনে। ওই সময় পৌর মেয়র ভবনটিতে ছিলেন, মানবিক বিপর্যয় মোকাবিলায় সংশ্লিষ্টদের নিয়ে সভা করছিলেন। বিমান হামলায় প্রাণ হারান তিনি।

শহরের বাসিন্দারা বলছেন, দুর্ঘটনাস্থলে আহতদের উদ্ধারের জন্য আসা অ্যাম্বুলেন্সগুলোর তদারকি করছিলেন মেয়র।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউআর

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর