Wednesday 16 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক মেয়র আতিক গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৪ ১৯:৩১

ঢাকা :  ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তালেবুর রহমান জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তিনটি হত্যা মামলা দায়ের হয়েছে। তাকে আগামীকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন চাওয়া হবে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার। এতে  পদ হারান আতিকুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৭ সালের ঢাকা উত্তরের তৎকালীন মেয়র আনিসুল হক মারা গেলে মেয়র পদটি শূন্য হয়। এরপর আইনি জটিলতা শেষে ২০১৯ সালে উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে নির্বাচিত হন তিনি। পরের বছর আওয়ামী লীগের মনোনয়নে পুনরায় মেয়র নির্বাচিত হন।

এর আগে তিনি বিজিএমইএসহ পোশাক খাতসংশ্লিষ্ট একাধিক সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সারাবাংলা/ইউজে/এসআর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর