Wednesday 16 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গুলিতে রেস্টুরেন্ট কর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৪ ০১:১০

মোহাম্মদপুরের হুমায়ুন রোডে জেনেভা ক্যাম্পের সামনে গুলিবিদ্ধ হিন শানেমাজ। ছবি: গুগল ম্যাপ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শানেমাজ (৩৭) নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ক্যাম্পে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলার সময় গুলিবিদ্ধ হন তিনি। তবে কারা গোলাগুলি করছিল, তাৎক্ষণিকভাবে সে তথ্য পাওয়া যায়নি।

বুধবার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে জেনেভা ক্যাম্পের সামনে হুমায়ুন রোডে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শানেমাজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত পৌনে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত শানেমাজের বোন নাসরিন আক্তার জানান, তাদের বাবা মৃত আবু বক্কর সিদ্দিক। তারা জেনেভা ক্যাম্পের ৮ নম্বর রোডে থাকেন। একটি রেস্টুরেন্টে চাকরি করতেন শানেমাজ। রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন। হুমায়ুন রোডে জালাল ডেকোরেটরের সামনে গুলিবিদ্ধ হন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে শফিক নামে এক ব্যক্তি জানান, জেনেভা ক্যাম্পের বাইরে দুই পক্ষের গোলাগুলি চলছিল। এ সময় শানেমাজ সেখান দিয়ে জেনেভা ক্যাম্পে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন।

শানেমাজের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মোহাম্মদপুর থেকে তাকে স্বজনরা গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/টিআর

গুলিতে নিহত গোলাগুলি জেনেভা ক্যাম্প বিহারী ক্যাম্প মোহাম্মদপুর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর