Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ কোরিয়াকে ‘শত্রুরাষ্ট্র’ ঘোষণা উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৪ ১৬:২৫

উত্তর কোরিয়া তাদের সংবিধান সংশোধন করে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কোরিয়াকে ‘শত্রুরাষ্ট্র’ হিসেবে ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দেশটির রাষ্ট্র-পরিচালিত গণমাধ্যম এবিষয়টি জানিয়েছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, ‘যুদ্ধের ঝুঁকির মধ্যে থাকা নিরাপত্তাহীন পরিস্থিতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার সাথে পুনর্মিলনের ক্ষেত্র অসম্মতি প্রকাশ করেছেন।

গত বছর উত্তর কোরিয়া ২০১৮ সালের আন্তঃকোরিয়ান চুক্তি পরিত্যাগ করে, যা সীমান্ত বরাবর বাফার জোন এবং উড়োজাহাজ নিষিদ্ধ অঞ্চল স্থাপন করেছিল। এই চুক্তি স্থগিতের ফলে আন্তঃকোরিয়ান সীমান্তে পূর্ণাঙ্গ সামরিক কার্যক্রম পুনরায় শুরু হয়।

উত্তর কোরিয়া বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থল সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দেয়, যার ফলে উভয় সীমান্তের পূর্ব ও পশ্চিম অংশে রেল ও সড়ক পথ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৬ অক্টোবর) উত্তর কোরিয়া জানায়, ১৪ লাখের বেশি যুবক এবং শিক্ষার্থী তাদের সামরিক বাহিনীতে যোগ দিতে ইচ্ছুক। এছাড়া, উত্তর কোরিয়া অভিযোগ করেছে যে দক্ষিণ কোরিয়ার ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করেছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া এখনও এই বিষয়ে কিছু বলেনি ।

সারাবাংলা/এনজে

উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া শত্রুরাষ্ট্র ঘোষণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর