Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৯ জেলের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৪ ১৭:১০ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১৭:২০

নোয়াখালী : জেলার কোম্পানীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ছোট ফেনী নদী থেকে ইলিশ ধরায় ৯ জেলের জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন পাটোয়ারী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করেন। এর আগে বুধবার রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ক্লোজার ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মুছাপুর ইউনিয়নের বাসিন্দা মো. রাকিবুল হাসান (২২) মজিবুর রহমান বাদশা (২২) মো. শাকিল (২১) সাইফুল ইসলাম (৩০) সজিব (২৪) রিফাত (২০) জহির ইসলাম (২৮) মো. ইউসুফ (২২) ও আবদুল মান্নান (৪২)।

কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সরকার জানান, প্রজনন মৌসুমের নিষিদ্ধ সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরে নদীতে যায় ওই জেলেরা। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেকের তিন হাজার টাকা করে মোট ২৭ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেয়।

সারাবাংলা/এসআর

ইলিশ জেলের জরিমানা নিষেধাজ্ঞা অমান্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর