মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন শিক্ষার্থীদের আরও ৪৫০ কোটি ঋণ বাতিল করেছেন। ৬০ হাজারেও বেশি ঋণগৃহীতা এই সুবিধাটি পাবেন। ৬০ হাজার শিক্ষার্থী এই ঋণ মওকুফের আওতায় আসবেন।
বৃহষ্পতিবার (১৭ অক্টোবর) জো বাইডেন প্রশাসন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর মধ্য দিয়ে এ পর্যন্ত ১০ লাখ সরকারি কর্মী ঋণ মওকুফের সুবিধা পেলেন, শিক্ষার্থী থাকা অবস্থায় যাদের ঋণ ছিল।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলেছে, জো বাইডেন ও কামালা হ্যারিস প্রশাসন বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে প্রায় ৫০ লাখ ঋণগ্রহীতার জন্য ১৭ হাজার ৫০০ কোটি টাকার ছাত্র ঋণ মওকুফের অনুমোদন করেছে।
শিক্ষার্থীরা স্বাগত জানালেও বিরোধী দল রিপাবলিকান এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। অন্যরা এ ধরনের সুবিধা পাচ্ছেন না উল্লেখ করে দলটি ছাত্র ঋণ মওকুফের সিদ্ধান্তকে অন্যায্য বলে অভিহিত করেছে।