Thursday 17 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিমান্ড শেষে সাবেক মন্ত্রী রাজ্জাক-ফারুক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৪ ১৯:০৫

ঢাকা: পৃথক হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৫ অক্টোবর রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন পুলিশ। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রাজ্জাককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৪ অক্টোবর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অপরদিকে দুই বছর আগে বিএনপি কর্মী মকবুল হোসেন খুনের ঘটনায় গত ১৫ অক্টোবর ফারুক খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক নাজমুল হাচান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ফারুক খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৪ অক্টোবর দিবাগত রাতে ঢাকার সিএমএইচ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১ এর সদস্যরা।

সারাবাংলা/কেআইএফ/এইচআই

আব্দুর রাজ্জাক ফারুক খান রিমান্ড

বিজ্ঞাপন
সর্বশেষ

রাষ্ট্র সংস্কারে আরও ৪ কমিশন গঠন
১৭ অক্টোবর ২০২৪ ২০:৪১

সম্পর্কিত খবর