Friday 18 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়তুল মোকাররম মসজিদে নতুন খতিব নিয়োগ

সাারাবাংলা ডেস্ক
১৮ অক্টোবর ২০২৪ ১৫:১২

ঢাকা: ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আবদুল মালেককে (হাফি.) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে জাতীয় মসজিদের খতিব পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়।

বাসস সূত্র জানিয়েছে, মুফতি আবদুল মালেক দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলামিক স্টাডিজ, হাদীস ও ফিকহে ইসলামির ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করছেন।

বাসস সূত্র আরও জানায়, আরব বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামি  বিশেষজ্ঞ ও সৌদি আরবের রিয়াদে অবস্থিত ইমাম মোহাম্মদ ইবনে সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দীন অনুষদের অধ্যাপক শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহের অধীনে তিনি দুই বছর হাদিস ও ইসলামি আইন বিষয়ে উচ্চতর গবেষণা পরিচালনা করেছেন।

আল্লামা মুফতি আবদুল মালেক  মক্কা, মদিনা, পাকিস্তান, ভারত ও তুরস্ক সফর করেছেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন। তিনি  বাংলা, আরবি,  ইংরেজি ও উর্দু ভাষায় মোট ১৬টি বই লিখেছেন। এ ছাড়া তাঁর তত্ত্বাবধানে মাসিক আল-কাউসার নামে নিয়মিত একটি গবেষণা পত্রিকা বের হয়।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

পাঁচ বছর পর পূজা-রাফি
১৮ অক্টোবর ২০২৪ ১৪:০৬

সম্পর্কিত খবর