নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার চায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
১৮ অক্টোবর ২০২৪ ১৮:৪১
ঢাকা: জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠায় নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।
শুক্রবার (১৮ অক্টোবর) টিকাটুলির বলধা গার্ডেন মোড়ে সংখানুপাতিক পদ্ধতি প্রবর্তনসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার ও জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেটের হোতাদের গ্রেফতার ও বিচার এবং ভাঙা রাস্তা দ্রুত সংস্কার করে জনজীবনে স্বস্তির দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সূত্রাপুর থানা আয়োজিত সমাবেশে নেতারা এই দাবি জানান।
সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি বিকাশ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বি খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক জাহিদ হোসেন খান, ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম সম্পাদক সাইফুল ইসলাম সমীর, মুর্শিদুল ইসলাম শিমুল, সেকান্দার হায়াত, আনোয়ার হোসেন, হামিদুর রহমান ইকবাল প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন, বিগত তিন দশক ধরে জোট- মহাজোটের নামে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো ও তাদের সহযোগী দুর্বৃত্বায়িত লুটেরা ব্যবসায়ীদের চক্র রাষ্ট্রের সকল অঙ্গ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠান, সংস্কৃতি ও রাজনীতি ধ্বংস করেছে। তারা রাজনীতিকে বিরাজনীতিকরণ করার কৌশলে সফলকাম হয়েছে।
তারা আরও বলেন, রাজনীতির সামাজিক চরিত্র হরণ, সরল ও শৈল্পিক গুণাবলীকে ধ্বংস করে জনমানসে বিশেষত, তরুণ-যুবাদের মধ্যে হিংসাত্মক ও দ্বন্দ্ব-সংঘাত উপস্থাপন করে তাদের রাজনীতিবিমুখ করেছে। গত একযুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে শাসকগোষ্ঠীর বসন্ত এলেও শোষিত মানুষের জীবনে কনকনে শীত বা গ্রীষ্মের তীব্র দাবদাহ প্রচণ্ডভাবে বিরাজমান।
সমাবেশে নেতারা সামাজিক নিরাপত্তা নিশ্চিত, দরিদ্র মানুষের জন্য রেশন ব্যবস্থা চালু, শ্রমশোষণ বন্ধ, ধন ও আয় বৈষম্যের আবসান, মুক্তবাক প্রতিষ্ঠা, আইনের শাসন তথা পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জোটবদ্ধ ও দৃঢ় সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ওয়ারি, নারিন্দা, ধোলাইখাল, হৃষিকেশ দাশ রোড হয়ে সূত্রাপুর বাজারে এসে শেষ হয়।