Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎবিচ্ছিন্ন কিউবা, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৪ ১০:৫৯

প্রধান বিদ্যুৎকেন্দ্র বিকল হয়ে যাওয়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে কিউবা। দেশটির প্রায় এক কোটি মানুষের সবাই অন্ধকারে নিমজ্জিত। এ পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে কিউবা সরকার।

দেশটির জ্বালানি মন্ত্রণালয় এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছে, শুক্রবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে বিদ্যুৎ গ্রিড ভেঙে পড়ে। বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধার কত সময় লাগতে পারে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি কর্মকর্তারা।

বিজ্ঞাপন

গত কয়েক মাস ধরেই কিউবায় বিদ্যুৎব্যবস্থা ভঙ্গুর অবস্থায় আছে। নিয়মিতই বিভিন্ন এলাকায় ‘ব্ল্যাকআউটে’র ঘটনা ঘটছে। এর মধ্যে মাতানজাসে অবস্থতি দেশটির সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র আন্তোনিও গুইতেরাস বিদ্যুৎকেন্দ্রটি শুক্রবার বন্ধ হয়ে গেলে গোটা দেশে অন্ধকার নেমে আসে।

বিদ্যুৎ বিপর্যয়ের এ পরিস্থিতির কারণে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) কিউবান প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ‘জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেন। পাশাপাশি সব স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানও সোমবার পর্যন্ত বন্ধের ঘোষণা দেন তিনি।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বারমুডেজ বলেছেন, বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, ‘বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের আগ পর্যন্ত কোনো বিশ্রাম নেই।’

কিউবার প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো বৃহস্পতিবার (১৭ অক্টোবর) টেলিভিশনে দেওয়া বার্তায় বলেন, অবকাঠামোর অবনতি, জ্বালানির ঘাটতি ও বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার কারণে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জ্বালানি সংকট।

বিজ্ঞাপন

কিউবার জাতীয় বিদ্যুৎ ইউনিয়নের প্রধান আলফ্রেডো লোপেজ ভ্যালদেসও জ্বালানির ঘাটতিকে সংকটের প্রধান কারণ হিসেবে অভিহিত করেছেন। এ অবস্থায় জ্বালানি মন্ত্রণালয় জনগণকে উচ্চ বিদ্যুৎ ব্যবহারকারী যন্ত্রপাতি, যেমন— ফ্রিজ ও ওভেন বন্ধ রাখতে এবং জরুরি নয় এমন সরকারি সেবা সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।

বিদ্যুৎ বিপর্যয়ের কারণে কিউবার শহরগুলোতে এরই মধ্যে পানি ও খাবারের সংকট দেখা দিতে শুরু করেছে। পাম্পগুলো থেকে তেল সরবরাহও বাধাগ্রস্ত হচ্ছে।

বিদ্যুৎ বিভ্রাট নিয়ে দীর্ঘ দিন ধরেই ভুগছে কিউবার। ২০২১ সালের জুলাইয়ে এমনই বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছিল। গত মার্চেও কিউবার দ্বিতীয় বৃহত্তম শহর সান্তিয়াগোতে বিদ্যুৎ বিপর্যয় ও এর প্রভাবে খাবার সংকটের প্রতিবাদে রাস্তায় নেমে আসে মানুষ।

সারাবাংলা/এনজে/টিআর

কিউবা বিদ্যুৎ বিচ্ছিন্ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর