Saturday 19 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটি শেষে রোববার খুলছে খুবি ও কুয়েট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৪ ১২:০৩

খুলনা: শারদীয় দুর্গাপূজা ও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি শেষে আগামী ২০ অক্টোবর (রোববার) খুলছে খুলনা বিশ্ববিদ্যালয়।

এদিন সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা ও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে গত ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। ছুটি শেষে আগামীকাল রোববার যথারীতি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুনরায় শুরু হবে।

এ ছাড়া শারদীয় ‘দুর্গাপূজা’র ছুটি শেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও (কুয়েট) খুলবে রোববার।

উল্লেখ্য, শারদীয় ‘দুর্গাপূজা’ উপলক্ষে গত ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও দাফতরিক সকল কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

সারাবাংলা/ইআ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) খুলনা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন
সর্বশেষ

কমদামি মাছও উঠছে না পাতে
১৯ অক্টোবর ২০২৪ ১০:৪৭

সম্পর্কিত খবর