ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালিয়েছে লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার (১৯ অক্টোবর) এই হামলা চালানো হয়েছে। তবে হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বরাত দিয়ে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে বলেন, শনিবার সকালে লেবানন থেকে তেল আবিবের উত্তরে সিজারিয়ায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। তবে হামলার সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার সিজারিয়াতে ছিল না। এ ঘটনায় কেউ হতাহত না হলেও নেতানিয়াহুর একটি বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কার্যালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, সিজারিয়াতে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি চালকবিহীন বিমান (ড্রোন) উড়ে এসেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আজ লেবানন থেকে ইসরায়েল অভিমুখে তিনটি ড্রোন হামলা চালানো হয়। এর মধ্যে দুটি প্রতিহত করেছে তারা।