Saturday 19 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামাস টিকে আছে, থাকবে : খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৪ ১৭:২৯

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, হামাস ছিল এবং থাকবে। সম্প্রতি ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর এক বিবৃতিতে তিনি এ কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ইয়াহিয়া না থাকলেও হামাস টিকে থাকবে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার (১৯ অক্টোবর) বলেছেন, গাজায় ইসরাইলি সামরিক অভিযানে ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু সত্ত্বেও হামাস টিকে আছে এবং টিকে থাকবে।

বিজ্ঞাপন

খামেনি বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের জন্য তার মৃত্যু অবশ্যই বেদনাদায়ক, কিন্তু এটি সিনওয়ারের শাহাদাতের সাথে শেষ হয়ে যাবে না। ফিলিস্তিনি ইসলামি আন্দোলন হামাস টিকে আছে এবং টিকে থাকবে।’

খামেনি সিনওয়ার সম্পর্কে তিনি বলেন, ‘সিনওয়ার প্রতিরোধ ও সংগ্রামের দীপ্তিমান ব্যক্তিত্ব ছিলেন। তিনি নিষ্ঠুর ও আগ্রাসী শত্রুর বিরুদ্ধে অটল প্রত্যয় নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন এবং কৌশল ও সাহসের সাথে তাদের আঘাত হেনেছিলেন।’

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন সিনওয়ার। গত (১৬ অক্টোবর) ইসরায়েলেন হামলায় তিনি নিহত হন। খামেনি আরও বলেন, ‘তিনি ৭ অক্টোবর, ২০২৩-এর অমোচনীয় আঘাতকে এ অঞ্চলের ইতিহাসে তার উত্তরাধিকার হিসাবে রেখে গেছেন এবং এরপর তিনি সসম্মানে ও সগৌরবে শহাদাতের সুউচ্চ সোপানে আরোহণ করেছেন।’

ইরানের রাজধানী তেহরানে গত জুলাই মাসে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার পর সিনওয়ার হামাসের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বাসস।

সারাবাংলা/এইচআই

আয়াতুল্লাহ আলি খামেনি হামাস

বিজ্ঞাপন
সর্বশেষ

সালমান কেন ক্ষমা চাইবে: সেলিম খান
১৯ অক্টোবর ২০২৪ ১৮:৫১

সম্পর্কিত খবর