Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তর গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭৩

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৪ ০৯:১৭

উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার প্রতিরক্ষা বাহিনী।

শনিবার (১৯ অক্টোবর) রাতে ইসরায়েলি বাহিনী উত্তর গাজার বেইত লাহিয়া শহরের একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালায়।এলাকাটি ইসরায়েলি সীমান্ত থেকে মাত্র দুই মাইল দূরে অবস্থিত।

গাজার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘পুরো এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং ধ্বংসাবশেষের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছে। এলাকাটিতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ‘

অন্যদিকে গাজার হামাস পরিচালিত কর্তৃপক্ষ শনিবারের হামলায় যে হতাহতের সংখ্যা প্রকাশ করেছে তা ‘অতিরঞ্জিত’ বলে উল্লেখ করেছে ইসরায়েলি বাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে- ‘হামাসের নেতার মৃত্যু বর্তমান যুদ্ধের সমাপ্তি টেনে আনতে পারে’ এমনটি বলার পরেই ইসরায়েল উত্তর গাজায় তাদের সামরিক অভিযান আরও তীব্র করেছে। যদিও তারা দাবি করছে যে আক্রমণটি তারা হামাসকে লক্ষ্য করে চালিয়েছে।

এই হামলার আগে ইন্দোনেশিয়ান হাসপাতালের কাছাকাছি ইসরায়েলি বাহিনীর ভারী গুলি বর্ষণের খবর পাওয়া গেছে।

সারাবাংলা/এনজে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর