Monday 18 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুজিব কিসের জাতির পিতা?— প্রশ্ন বদরুদ্দীন উমরের

সারাবাংলা ডেস্ক
২০ অক্টোবর ২০২৪ ০৯:৪১

জাতীয় মুক্তি কাউন্সিলের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বদরুদ্দিন উমর। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন বাংলাদেশের জাতির পিতা বলা হবে— সে প্রশ্ন তুলেছেন বর্ষীয়ান বাম রাজনীতিবিদ, লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর।

তিনি বলেন, ‘এ দেশের জনগণ দুবার তার (মুজিব) বিরুদ্ধে রায় দিয়েছে। একবার ১৯৭৫ সালের ১৫ আগস্ট, আরেকবার ২০২৪ সালের ৫ আগস্ট।’

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘জুলাই গণঅভ্যুত্থান: জনগণের হাতে ক্ষমতা চাই, জনগণের সরকার-সংবিধান-রাষ্ট্র চাই’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করে জাতীয় মুক্তি কাউন্সিল।

জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট মুজিবকে হত্যা করার পর একজন লোকও তার পক্ষে রাস্তায় নামেনি। স্বাধীনতার পর সাড়ে তিন বছরে শেখ মুজিব কী করলেন, যার জন্য মানুষ এটা করল, তা হিসাব করতে হবে।’

তিনি বলেন, ‘গত ৫ আগস্ট সারা দেশের জনগণ শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেলল। তার বাড়িতে আগুন দিলো। এটাও শেখ মুজিবের বিরুদ্ধে একটা রায়।’

ভারতের সঙ্গে শেখ হাসিনার পতনের সম্পর্ক নিয়ে বদরুদ্দিন উমর বলেন, ‘বাংলাদেশের ওপর ভারতের কর্তৃত্ব ছিল। ভারত এ দেশকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করত। সেই আশ্রিত রাজ্য হাত ফসকে যাওয়া তাদের হজম হচ্ছে না।’

৭ মার্চ ও ১৫ আগস্টসহ সম্প্রতি বেশ কয়েকটি জাতীয় দিবস বাতিল করেছে সরকার। এ সিদ্ধান্ত সঠিক উল্লেখ করে বদরুদ্দীন উমর বলেন, ‘১৫ আগস্ট কেন ছুটি থাকবে? ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, আব্রাহাম লিংকনকে খুন করেছে— ছুটি আছে? এই দিবসে কর্মসূচি করতে পারে, কিন্তু জাতীয় দিবস হিসেবে ছুটি কেন?’

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিমসহ দলটির নেতা সজীব রায়, ভুলন ভৌমিক ও কাজী ইকবাল, মাইকেল চাকমাসহ অন্যরা অনুষ্ঠানে বক্তব্য দেন। বাসস।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে/টিআর

জাতীয় মুক্তি কাউন্সিল বদরুদ্দিন উমর শেখ মুজিবুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর