Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে লাইনচ্যুত কমিউটার, ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৪ ২১:১৪

লাইনচ্যুত কমিউটার ট্রেন। ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে রাজশাহীগামী ঢাকা কমিউটার (ফাইভ ডাউন) ট্রেনের ইঞ্জিন ও সামনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, ঢাকা কমিউটার (ফাইভ ডাউন) ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। ট্রেনটি জামতৈল স্টেশনে বিরতি দিয়ে আগানো মাত্রই ট্রেনের ইঞ্জিন ও সামনের বগিটি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্টেশন মাস্টার আরও বলেন, ট্রেনটির চালক আমাদের সংকেত (সিগনাল) না মানার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনার পর থেকে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসবে উদ্ধারের জন্য। এরপর ট্রেনের ইঞ্জিন ও বগিটি উদ্ধার করলে লাইন সচল হবে।

সারাবাংলা/টিআর

কমিউটার ট্রেন ট্রেন লাইনচ্যুত সিরাজগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর