প্লে পেন স্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন
২০ অক্টোবর ২০২৪ ২২:১৪
ঢাকা: বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান প্লে পেন স্কুলের ‘ও’ এবং ‘এ’-লেভেলের শিক্ষার্থীদের প্লে পেন গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি স্কুল প্রাঙ্গণে মাল্টিপারপাস হলে অত্যন্ত আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোববার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক ডিন অধ্যাপক ডা. ইজাজ হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান এ মান্নান খান, অধ্যক্ষ মিসেস শরাবন তহুরা এবং অন্যান্য শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ সময় প্রধান অতিথি ডা. ইজাজ হোসেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, অধ্যক্ষ, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। নিজেদের অভিজ্ঞতা ও মূল্যবান কথা একে অন্যের সঙ্গে শেয়ার করেন। এ ছাড়া গ্র্যাজুয়েশন শেষ করা শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি।
প্লে পেন স্কুলের চেয়ারম্যান এ মান্নান খান গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, তোমাদের নতুন পথ চলা শুরু হলো। নিজেকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশ ও মানুষের জন্য কাজ করবে, এটাই প্রত্যাশা করছি।
অধ্যক্ষ শরাবন তহুরা বলেন, এই স্কুলের শিক্ষার্থীরা সবসময়ই মানবিক ও সমাজ সেবামূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। সম্প্রতি বন্যার্তদের জন্য সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ প্লে পেন স্কুলের সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে আশা করছি।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের দীর্ঘ ১২ বছরের যাত্রার অভিজ্ঞতা তুলে ধরে এবং নিজেদের প্রিয় প্রতিষ্ঠান সম্পর্কে ইতিবাচক মন্তব্য প্রকাশ করেন। শিক্ষার্থীদের গান, নাচ ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।
সারাবাংলা/ইএইচটি/টিআর