Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎবিচ্ছিন্ন কিউবায় হ্যারিকেনের আঘাত


২১ অক্টোবর ২০২৪ ১৭:৩৫

বিদ্যুৎ সংকটের মধ্যে কিউবায় রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় আঘাত হানে হ্যারিকেন ‘অস্কার’।

যুক্তরাষ্ট্রের হ্যারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, রোববার (২০ অক্টোবর) দক্ষিণপূর্ব বাহামার গ্রেট ইনাগু দ্বীপে হ্যারিকেন অস্কার আঘাত হানে। শক্তিশালী এই হারিকেনের ফলে প্রচুর বাড়িঘর ভেঙে গেছে।

কিউবার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, হ্যারিকেনের প্রভাবে  ৫-১০ ইঞ্চি বৃষ্টি হবে। ঝড় ও বৃষ্টির ফলে বহু জায়গায় গাছ উপড়ে যাওয়ায় গুয়ান্তানামো, হবগুইন, লাস তুনাস এলাকায় প্রবল বন্যার সম্ভাবনা রয়েছে।

কিউবার শক্তিমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেন, ‘দেশের বিদ্যুৎ-সংকট সোমবার বা মঙ্গলবার সকালে কাটতে পারে। তখন বিদ্যুতের গ্রিড আবার আগের মতো কাজ শুরু করতে পারে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে কিউবা বিদ্যুৎবিচ্ছন্ন রয়েছে। ফলে প্রায় এক কোটি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন।হাভানার কিছু এলাকায় রোববার (২০ অক্টোবর) বিদ্যুৎ আসলেও রাজধানীর অধিকাংশ এলাকা অন্ধকার ছিল।

অস্কার কিউবা বিদ্যুৎবিচ্ছিন্ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর