মুন্সীগঞ্জ: ব্যাংকে সংরক্ষিত টাকা উত্তোলনের দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ন্যাশনাল ব্যাংক পিএলসি শাখায় গ্রাহকরা।
সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের দুপাশের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভুক্তভোগী গ্রাহকরা।
এ সময়, মহাসড়কের গজারিয়ার অংশে অত্যন্ত ১০ কিলোমিটার ঢাকা ও কুমিল্লা উভয়মুখী লেনে শত শত গাড়ি আটকে যায়। সৃষ্টি হয় প্রচন্ড যানজটের। পরে বিকাল ৪টার দিকে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক হতে সড়িয়ে দিলে তারা ওই ব্যাংকের শাখার সামনে বিক্ষোভ মিছিল করে।
এ বিষয়ে কথা বলতে চাইলে ন্যাশনাল ব্যাংক গজারিয়া শাখার কেউ ফোন রিসিভি করেননি।
আমেনা নামে এক ভুক্তভোগী জানান, ‘আমি ব্যাংকে সংরক্ষিত ১ লাখ টাকা উত্তোলন করতে এক মাস ধরে ব্যাংকে আসতেছি। তারা আমাকে দিচ্ছি-দেবো বলে মাত্র ১০ হাজার টাকা দিতে চাচ্ছে।’
অপর গ্রাহক নয়াকান্দি গ্রামের লিপি আক্তার বলেন, ‘বিদেশ থেকে পাঠানো ২ লাখ টাকা উত্তোলন করতে গেলে আমাকে ১০ হাজার টাকা নিতে বলেন। আমরা দীর্ঘদিন ঘুরেও ব্যাংকে সংরক্ষিত আমাদের টাকা পাচ্ছিনা। আমরা আমাদের টাকা ফেরত চাই। আমাদের জমা টাকা না দিলে আমরা কঠোর আন্দোলন করবো।’
এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘বিক্ষোভের খবর পাওয়ার পরে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রাহকরদের শান্ত করে মহাসড়ক হতে সড়িয়ে দিয়ে আসছি।’