Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিন্ডিকেট ভাঙতে’ কম দামে সবজি বিক্রি শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৪ ১৯:৪১

চট্টগ্রাম ব্যুরো: বাজার সিন্ডিকেট ভাঙতে চট্টগ্রাম নগরীতে ন্যায্যমূল্যে সবজি বিক্রির কার্যক্রম শুরু করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠকরা। তারা জানিয়েছেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ন্যায্যমূল্যে এভাবেই শাকসবজি বিক্রি করা হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল পাঁচটা থেকে নগরীর বহদ্দারহাট মোড়ে শাকসবজি বিক্রির এ কার্যক্রম শুরু করেন সংগঠনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা। স্থানীয় বাজারের তুলনায় কম দামে এসব সবজি কিনতে দীর্ঘ লাইন ধরেন সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানায়, কক্সবাজার জেলার চকরিয়া প্রান্তিক কৃষক থেকে ১০ রকমের সবজি আনা হয়েছে। এরমধ্যে করলা ৮০, বেগুন ৫৫, ঢেঁড়শ ৫৫, শসা ৪৫, পেঁপে ৩০, লাউ প্রতি পিস ৪০, কচুমুখী ৬০, কুমড়া ৪০, শশা ৩৫ ও মিষ্টি কুমড়া ৫০ টাকা ধরে বিক্রি করা হচ্ছে।

১০-১২ জন শিক্ষার্থী ন্যায্যমূল্যে সবজি বিক্রির এ উদ্যোগটি নিয়েছেন। উদ্যেক্তাদের একজন ইয়াছির আরেফিন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কও। জানতে চাইলে ইয়াছির আরেফিন সারাবাংলাকে বলেন, ‘আমরা চকরিয়া থেকে এসব পণ্য কৃষক থেকে কিনে এনে খুবই কম দামে বিক্রি করছি। যে দামে পণ্যগুলো কেনা হয়েছে তার চেয়ে পাঁচ টাকা লাভে আমরা সেগুলো বিক্রি করছি, যাতে গাড়িভাড়া তুলতে পারি।’

‘আমরা প্রাথমিকভাবে এটা শুরু করলেও সামনে বৃহৎ পরিসরে করব। চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এরকম ভ্রাম্যমাণ দোকান বসিয়ে সবজি বিক্রি করব।’

তিনি আরও বলেন, ‘আমরা এখানে করলা ৮০ টাকা করে বিক্রি করছি, আর বাজারে সে করলা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। বেগুন বিক্রি করছি ৫৫ টাকায়। অথচ বাজারে বেগুন কিনতে গেলে ১২০ থেকে ১৩০ থেকে খরচ করতে হচ্ছে সাধারণ মানুষকে। ঠিক এরকম বিভিন্ন সবজি আমরা বাজারের দামের চেয়ে ৩০ থেকে ৩৫ টাকা কমে বিক্রি করছি। প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে আমরা সংগ্রহ করায় কম দামে বিক্রি করতে পারছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এসআর

কম দামে সবজি সিন্ডিকেট

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর