Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৪ ২১:৩১

বান্দরবান: দেশব্যাপী আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর, প্রশাসনিক ফ্যাসিস্ট আওয়ামী লীগ শক্তির উত্থান ও পূনর্বাসন প্রতিরোধ এবং প্রশাসনে স্বৈরাচারের দোসরদের অপসারণের দাবিতে বান্দরবানে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (২১ অক্টোবর) রাতে শহরের শহিদ মিনার চত্ত্বর থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

এসময় মিছিলে মশাল হাতে শতাধিক ছাত্র অংশ নেন। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধিরা। তারা অবিলম্বে সরকারের বিভিন্ন জায়গায় খুনি স্বৈরাচার হাসিনার যেসব দোসররা রয়ে গেছে তাদের অপসারণের দাবি জানান। ছাত্র যুবলীগ ও আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী রয়েছে তাদেরকে গ্রেফতারের দাবি জানান।

এছাড়াও তারা বলেন, বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসরদের ইন্ধনে ছাত্রলীগ ও যুবলীলের সন্ত্রাসীরা প্রকাশ্যে রাজপথে মিছিল করার সাহস দেখাচ্ছে। এটা শহিদের রক্তের উপর দাড়িয়ে স্বৈরাচারের পতাকা উত্তোলনের শামিল।

সারাবাংলা/এইচআই

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর