Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যারিস্টার সুমন গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৪ ০২:৪৯

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু আন্দোলনের সময় মিরপুর মডেল থানা ভাঙচুর ও জ্বালিয়ে দেওয়ার কারণে ব্যারিস্টার সুমনকে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম সুমনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘আজ রাতে ঢাকা থেকে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র হত্যা মামলায় গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। কিন্তু আন্দোলনের সময় ভাঙচুর-অগ্নিসংযোগের কারণে সেখানে আসামি রাখার মতো জায়গা নেই। এ কারণে ব্যারিস্টার সুমনকে পল্লবী থানায় রাখা হয়েছে।’

এর আগে, রাত সোয়া ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি ও ফেসবুক পেইজে এক ভিডিও বার্তা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

এর কিছুক্ষণ পরেই মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলা গ্রেফতার দেখানো হয় ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

গ্রেফতার টপ নিউজ ব্যারিস্টার সুমন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর