Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈরুতে হাসপাতালের পার্কিংয়ে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৪ ১০:৪৮

দক্ষিণ বৈরুতের প্রধান হাসপাতাল রফিক হারিরি ইউনিভার্সিটি হসপিটালের গাড়ি পার্কিং এলাকায় ইসরায়েলের বিমান হামলায় এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আরও অন্তত ২৪ জন আহত হয়েছেন।

রফিক হারিরি ইউনিভার্সিটি হসপিটালের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হয়েছে হাসপাতালের পার্কিং এলাকা। বিবিসির খবরে বলা হয়, সোমবার সন্ধ্যায় দক্ষিণ বৈরুতে এ নিয়ে ১৩টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আর ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত স্থাপনাগুলোতে তারা হামলা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

ইসরায়েলের একজন মুখপাত্র এর আগেই দক্ষিণ বৈরুতে হামলা চালানোর কথা বলেন। ওই এলাকার মানুষজন যেন নিরাপদ আশ্রয়ে থাকেন, সে বিষয়ে সতর্ক করে দেন। তবে যেসব এলাকার মানুষজনকে হামলার বিষয়ে সতর্ক করা হয়েছিল, রফিক হারিরি হাসপাতাল এলাকা তার মধ্যে ছিল না।

হামলার পর দক্ষিণ বৈরুতের দাহিয়ে এলাকার কিছু ভিডিও ছড়িয়ে পড়ে। এখানকার সাতটি জায়গা থেকে সবাইকে সরে যাওয়ার বিষয়ে সতর্ক করেছিল ইসরায়েল। ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর স্থানীয়রা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করছেন। কেউ গাড়ি নিয়ে ছুটছেন, যারা গাড়ির ব্যবস্থা করতে পারেননি তারা পায়ে হেঁটেই নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন।

সোমবার সন্ধ্যায় যেসব এলাকায় ইসরায়েলি হামলা চালানো হয়েছে তার মধ্যে বৈরুত বিমানবন্দরও রয়েছে। লেবাননের কর্মক্ষম একমাত্র বিমানবন্দরটি থেকে আনুমানিক ৪০০ মিটার দূরে হামলাটি চালানো হয়। স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিমানবন্দর ভবনের কাঁচের জানালাগুলো হামলার পর ভেঙেচুরে গেছে।

বিজ্ঞাপন

আগে সতর্ক করে দেওয়া ছাড়া এসব হামলা নিয়ে ইসরায়েল কর্তৃপক্ষ এখনো মুখ খোলেনি। দেশটির সামরিক বাহিনীও এর আগে পৃথক এক বার্তায় জানায়, দক্ষিণ বৈরুতের হারেত রেইকের সাহেল হাসপাতালে হিজবুল্লাহর একটি ঘাঁটি রয়েছে। তারা ওই জায়গাটি ফাঁকা করে দিতে বলে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি কোনো তথ্যপ্রমাণ উপস্থাপন না করলেও বলেন, ওই হাসপাতালের নিচে হিজবুল্লাহর ঘাঁটি রয়েছে, যেখানে লাখ লাখ ডলার নগদ টাকা ছাড়াও সোনা রয়েছে। এসব অর্থসম্পদ ইসরায়েলের ওপর হিজবুল্লাহর হামলার খরচ জোগাচ্ছে।

সাহেল হাসপাতালের পরিচালক অবশ্য তাদের হাসপাতালে এ ধরনের কোনো ঘাঁটি থাকার কথা অস্বীকার করেছেন। লেবানন সেনাবাহিনী চাইলে হাসপাতালটি পরিদর্শন করেও বিষয়টি দেখতে পারে, এমন আহ্বানও জানিয়েছেন তিনি।

এদিকে সোমবার মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত আমোস হকস্টেইন বৈরুতে পৌঁছেছেন। ইসরায়েলের সঙ্গে সেখানে চলমান যুদ্ধ সমাপ্তির পক্ষে তিনি আলোচনা চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। হকস্টেইন বলছেন, যুক্তরাষ্ট্র যত দ্রুতসম্ভব এই যুদ্ধের পরিসমাপ্তি দেখতে চায়।

সারাবাংলা/টিআর

সারাবাংলা/টিআর

ইসরায়েল বিমান হামলা বৈরুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর