গাজায় এখনো ত্রাণ প্রবেশে বাধা ইসরায়েলের
২২ অক্টোবর ২০২৪ ১১:২৯
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ সংস্থা (ইউএনআরডব্লিউএ) প্রধান বলেছেন, ‘ইসরায়েল উত্তর গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ করে রেখেছে, যা গুরুত্বপূর্ণ খাদ্য ও চিকিৎসা সরবরাহের জন্য বরাদ্দ।
ইউএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হুমকি থাকা সত্ত্বেও অক্টোবর মাসের প্রথম দুই সপ্তাহে উত্তর গাজায় কোনো ত্রাণ সহায়তা প্রবেশ করতে দেওয়া হয়নি।
ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজার বিভিন্ন স্থানে হামাস যোদ্ধাদের বিরুদ্ধে আক্রমণ জোরদার করেছে। স্থানীয় বাসিন্দা ও চিকিৎসকরা জানায়, ইসরায়েলি বাহিনী হাসপাতাল এবং উদ্বাস্তুদের জন্য তৈরি আশ্রয়কেন্দ্রগুলো ঘিরে রেখেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে এবং এর পাশাপাশি অসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া ও হাসপাতালের কার্যক্রম সচল রাখার চেষ্টা করছে।
তবে ইসরায়েল আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে গাজায় প্রবেশ করতে দিচ্ছে না, ফলে সেখানকার পরিস্থিতি যথাযথভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না। স্থানীয় ভিডিও ফুটেজ এবং সাক্ষ্য দ্বারা তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সারাবাংলা/এনজে