Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসা ছাত্রকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৪ ১৪:২৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ১৩ বছর বয়সী মাদরাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (২১ অক্টোবর) রাতে নগরীর ইপিজেড থানার আকমল আলী রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাদেকুল ইসলাম (২৪) কক্সবাজার জেলার মহেশখালী শিকদার পাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গ্রেফতার সাদেকুল ইসলাম দারুল আরহাম কারিমিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক। ২০২৩ সালের ১ অক্টোবর থেকে ওই মাদরাসায় পড়াশোনা করছিলেন ভিকটিম শিক্ষার্থী।
গত ১৩ অক্টোবর সাদেক ওই শিক্ষার্থীকে তার ঘরে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেন। এরপর ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে গেলে পরদিন তার ভাই এসে তাকে বাসায় নিয়ে যান।

সাদেক এর আগেও তাকে ৮ থেকে ১০ বার তাকে যৌন নির্যাতন করেছেন বলে ভিকটিম শিক্ষার্থী তার পরিবারকে জানান।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা সাদেকের বিরুদ্ধে নগর পুলিশের ইপিজেড থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম সারাবাংলাকে জানান, মামলার পর ভিকটিমের পরিবার থেকে র‍্যাবের কাছে আবেদন করা হয়। এরপর র‍্যাবের সদস্যরা ওই মাদরাসায় অভিযান চালিয়ে সাদেককে গ্রেফতার করে। বর্তমানে তাকে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/আইসি/এসডব্লিউআর

মাদরাসা যৌন হয়রানি শিক্ষক গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর