Tuesday 22 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চা বিরতির আগেই ২ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৭

প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে কাইল ভেরেইনের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ২০২ রানের বড় লিড পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। চা বিরতির আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের মতোই ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি বাংলাদেশ। বিরতির আগে সাদমান ইসলাম ও মোমিনুল হককে হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ। ২ উইকেটে ১৯ রান তুলে এখনো দক্ষিণ আফ্রিকার চেয়ে ১৮৩ রানে পিছিয়ে আছেন তারা।

লাঞ্চের পর ভেরেইনের দুর্দান্ত এক সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার লিড ২০০ পেরিয়েছে। ৯ম উইকেটে ড্যান পিট দারুণ সঙ্গ দিয়েছেন ভেরেইনকে। ৩২ রান করা পিটকে ফিরিয়ে ৬৬ রানের জুটি ভাঙ্গেন মিরাজ। দক্ষিণ আফ্রিকার শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছে ভেরেইন। ২ ছক্কা ও ৮ চারে সাজানো ইনিংসে ১১৪ রান করা ভেরেইন ফিরেছেন মিরাজের বলে লিটনের হাতে তালুবন্দি হয়ে। ভেরেইন ফিরলে ৩০৮ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।

বিজ্ঞাপন

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারেই সাদমানকে হারায় বাংলাদেশ। রাবাদার বলে জর্জির হাতে ক্যাচ দিয়ে সাদমান ফিরেছেন ১ রানে। তিন বল পরেই মোমিনুলকে প্যাভিলিয়নে ফেরান রাবাদা। শূন্য রানে মোমিনুল আউট হয়েছেন মুল্ডারের হাতে তালুবন্দি হয়ে।

মাহমুদুল হাসান জয় ৩ রানে ও নাজমুল হোসেন শান্ত ৪ রানে অপরাজিত আছেন।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর