Friday 25 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমান ও তার পরিবারের নথি তলব করে ৬৩ প্রতিষ্ঠানে চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৪ ২০:৫৮

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসামরিক, শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ১৭ প্রতিষ্ঠানের ঋণসহ সংশ্লিষ্ট নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন।

দেশের ৬৩টি সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, রাজউক, গণপূর্ত ও রেজিস্ট্রারসহ বিভিন্ন দফতরে পৃথক পৃথকভাবে চিঠি দিয়ে নথিগুলো চাওয়া হয়েছে। চিঠি পাওয়ার পরবর্তী চার কর্মদিবসের মধ্যে এসব তথ্য ছক আকারে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে দুদক উপ-পরিচালক মো. মনজুর আলমের সই করা চিঠিতে তাদের নথি তলব করা হয়।

দুদকের চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক, শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, তার ছেলে সৈয়দ রুবাবা রহমান ও আহমেদ শায়ান ফজলুর রহমানের ব্যক্তিগত নথিপত্র এবং বেক্সিমকো ও এর সহযোগী ১৭ প্রতিষ্ঠান অ্যাডভেঞ্চার গার্মেন্টস লিমিটেড, অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড, অটাম লুপ অ্যাপারেলস লিমিটেড, বেক্সটেক্স গার্মেন্টস লিমিটেড, কসমোপলিটান অ্যাপারেলস লিমিটেড, কোজি অ্যাপারেলস লিমিটেড, এসেস ফ্যাশন লিমিটেড, ইন্টারন্যাশনাল লিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, কাঁচপুর অ্যাপারেলস লিমিটেড, মিডওয়েস্ট গার্মেন্টেস লিমিটেড, পিয়ারলেস গার্মেন্টস লিমিটেড, পিঙ্ক মেকার গার্মেন্টস লিমিটেড, প্ল্যাটিনাম গার্মেন্টস লিমিটেড, স্কাইলেট অ্যাপারেলস লিমিটেড, স্প্রিংফুল অ্যাপারেলস লিমিটেড, আরবান ফ্যানশন লিমিটেড ও উইন্টার স্প্রিন্ট গার্মেন্টস লিমিটেডের নিজ ও যৌথ নামে ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র, ডিপিএস, ঋণ ক্রেডিট কার্ড ইত্যাদি নথিপত্র চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি ফর্ম, টিপি এবং হিসাব খোলার পর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হিসাব বিবরণী, ঋণ হিসাব সংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে তলবি চিঠিতে।

উল্লেখ্য, এর আগে গত ২২ আগস্ট সালমান এফ রহমানের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। পরে ২৩ সেপ্টেম্বর সালমান ও তার পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ঋণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র করে ৮ ব্যাংককে চিঠি দেওয়া হয়েছিল। যার কিছু নথিপত্র দুদকে এসেছে বলে জানা গেছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

এফ রহমান চিঠি টপ নিউজ তলব সালমান

বিজ্ঞাপন
সর্বশেষ

একই দিনে 'ভেনম' ও 'স্মাইল ২'
২৫ অক্টোবর ২০২৪ ১৩:৪১

‘নয়া মানুষ’ মুক্তি এ বছরই
২৫ অক্টোবর ২০২৪ ১৩:২৮

সম্পর্কিত খবর