রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবি
২২ অক্টোবর ২০২৪ ২১:১২
খুলনা: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি করেছে খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে হাদিস পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে এ দাবিতে গণজমায়েত করে তারা।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের শিক্ষার্থীরা রাষ্ট্রপতিকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিও তোলেন তারা।
এসময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জহুরুল তানভীর, আল শাহারিয়ার, হেলাল উদ্দীন, সাজ্জাদুল ইসলাম আজাদ, মুহিবুল্লাহ মুহিব, নাইম মল্লিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সাজিদুল ইসলাম বাপ্পি, সেন্ট্রাল ল কলেজের প্রতিনিধি আহাম্মদ আমীন রাহাত, আযম খান কমার্স কলেজের প্রতিনিধি রাফসান জানি, সরকারি সুন্দরবন কলেজের প্রতিনিধি শেখ জিহাদুল উসলাম, বিএল কলেজের প্রতিনিধি সোয়াদ, তোহা, খালিদ, রুমি ও তারিন প্রমুখ।
সারাবাংলা/এসআর
সারাবাংলা/এসআর