Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসিএস কম্পিউটার সিটির ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৪ ২১:৪০

ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ দেশের সর্ববৃহৎ কম্পিউটার মার্কেট ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্ল্যান সেন্টার) এর নবগঠিত কমিটির উদ্যোগে ‌‌‘মিট এন্ড গ্রিট-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইসিএস কম্পিউটার সিটির নবগঠিত কমিটিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সোমবার ২১ (অক্টোবর) রাজধানীর ম্যারিয়ট কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে কম্পিউটার সিটির সকল ব্যবসায়ী, মালিক, তথ্যপ্রযুক্তি ও ব্যবসা সেক্টরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

স্মার্ট টেকনোলজিস (বিডি)’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামকে আহ্বায়ক এবং ওয়েলকিন কম্পিউটার এর ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম হাজারীকে সদস্য সচিব করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়ার যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুল হাসান দিপু, যুগ্ম আহ্বায়ক মো. আহসানুল ইসলাম নওশাদ, যুগ্ম সদস্য সচিব মো. এহেতেশামুল হক, সদস্য ফাইন্যান্স মুহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য মো. মোশাররফ হোসেন, মো. ফারুক আহমেদ ভূইয়া, মো. রফিকুল ইসলাম চৌধুরী মুন্না, মো. মাঈন উদ্দিন মজুমদার (সোহাগ), মুহাম্মদ নোমান শিকদার, মো. তানজীল হোসেন, মো. রাজু হাসান।

অনুষ্ঠানে নব গঠিত কমিটির সদস্যরা নিজ নিজ বক্তব্যে মার্কেট নিয়ে তাদের ভাবনা তুলে ধরেন। আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম তার বক্তব্যে মার্কেটের উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘দেশের কম্পিউটার ব্যবসায়ের সম্প্রসারণে এই মার্কেটের রয়েছে গৌরবোজ্জল ইতিহাস। নবগঠিত কমিটির হাত ধরে এই মার্কেট শুধুমাত্র বাংলাদেশেই নয়, আন্তর্জাতিকমানের একটি কম্পিউটার মার্কেট হিসেবে প্রশংসিত হবে বলে আমি বিশ্বাস করি।’

বিজ্ঞাপন

সদস্য সচিব মো. নজরুল ইসলাম হাজারী বলেন, ‘দেশে প্রযুক্তি প্রতিষ্ঠান অনেক হলেও এক ছাদের নিচে সুন্দর পরিবেশে মার্কেট রয়েছে সেই তুলনায় অনেক কম। এক্ষেত্রে দেশে একটি সফল মার্কেটের নাম ইসিএস কম্পিউটার সিটি। এই গৌরবোজ্জ্বল মার্কেটের আমি প্রতিষ্ঠা লগ্নের বাস্তবায়িত কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

এছাড়াও ১০ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটি সদস্যরা হলেন- মো. সাঈদ-উল-মুনীর, রফিকুল আনোয়ার, মো. নজরুল ইসলাম মিলন, গৌতম সাহা, সরোয়ার মাহামুদ খান, নাজমুল হক শামীম, মোশারফ হোসেন সুমন, মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী, মোস্তাফিজুর রহমান তুহিন, আহমেদ হাসান জুয়েল। কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে রয়েছেন আবু তুহিন চৌধুরী।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

বগঠিত কমিটি মিট এন্ড গ্রিট

বিজ্ঞাপন

ড. ইউনূসের ৬ মামলা বাতিল
২১ নভেম্বর ২০২৪ ১৩:৩১

আরো

সম্পর্কিত খবর