Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক যাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৪ ২১:৫০

ঢাকা: ব্যক্তিশ্রেণির করদাতাদের মধ্যে চার সিটি করপোরেশন এলাকায় অবস্থিত সকল সরকারি কর্মচারী, সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, মোবাইল কোম্পানির কর্মকর্তা-কর্মচারী ও কয়েকটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা বিশেষ আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিশেষ আদেশে বলা হয়, ‘আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, এই আদেশ দ্বারা নিম্নোক্ত স্বাভাবিক ব্যক্তি করদাতাগণের ইলেক্ট্রনিক মাধ্যমে অনলাইনে (www.etaxnbr.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করিল।’

অনলাইনে রির্টান দালিখ বাধ্যতামূলক যাদের

  • ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত আয়কর সার্কেলসমূহের অধিক্ষেত্রভুক্ত সকল সরকারি কর্মচারীগণকে অনলাইনে আয়কর রির্টান দাখিল বাধ্যতামূলক।
  • সকল তফশিলি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী এবং সকল মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলাতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
  • এ ছাড়া ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা স্যু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, নেসলে বাংলাদেশ পিএলসি এ কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদেরও একইভাবে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হবে।

সারাবাংলা/ইএইচটি/এসআর/পিটিএম

অনলাইন আয়কর রিটার্ন টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর